শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাত   

News Sundarban.com :
ডিসেম্বর ১৯, ২০২০
news-image

ভাত                                                                                                                                                                       

বেণু সরকার

নদী আর ঝোরা নিয়ে দিনরাত্রি যাপন
যাত্রা আর যাত্রাভঙ্গের কাহিনি
দুরন্ত ঢলের মুখে বাস বন্ধ ট্রেকার অচল।
বিন্যস্ত পাথরপুরীতে আজ উৎসব।
আষাঢ়ে ঢলের ভিতর অজস্র চাঁদ আজ নেমে পড়েছে।
সন্ধেবেলা এ্য‌লুমিনিয়ামের ডেকচিতে ভাত ফুটবে—
সাদা বনফুলের মতো ভাত
তাই সাদা পাথরে পড়েছে হাত।

কবি বেণু সরকার। জন্ম ১৯৫০ সাল। বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের এস কে হাসপাতাল। বাবা স্বর্গীয় ব্রজেন্দ্রচন্দ্র সরকার ও মা শ্রীমতি আশালতা সরকার।পেশায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এই কবির পাকাপাকিভাবে বসবাস আলিপুরদুয়ার শহরে। ষাটের দশকের শেষে ‘বিনিদ্র’ পত্রিকাকে কেন্দ্র করে সাহিত্য আন্দোলনে জড়িয়ে পড়েন। পঞ্চাশ বছরে পা দিয়েছে সেই পত্রিকা।গভীর তন্ময়তায় সম্পাদনার দায়িত্ব সামলে চলেছেন তিনি।