শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্যাংরায় গুদামে বিধ্বংসী আগুন

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০১৮
news-image

ষষ্ঠীর সন্ধ্যায় ট্যাংরায় দেবেন্দ্র চন্দ্র রোড সংলগ্ন একটি স্টেশনারি সামগ্রীর গুদামে আগুন। ঘটনাস্থলে ১৫টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থানে দমকলের সাতটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

সন্ধের দিকে স্থানীয় বাসিন্দারা ওই গুদামে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। তাঁদের বক্তব্য, পুজোর সময় গুদামে প্রচুর স্টেশনারি সামগ্রী মজুত ছিল। বিপুল পরিমাণ দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থানে দমকল পৌঁছানোর আগেই গুদামের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়েই দমকল ঘটনাস্থানে পৌঁছানোর চেষ্টা করে। তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি সেখানে পৌঁছাতে সমস্যায় পড়ে। এর পাশাপাশি পুজোর জন্য রাস্তায় যানজটও রয়েছে। যানজটের মধ্যেও আটকে যায় দমকলের গাড়ি।প্রচুর প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনাতর চেষ্টা চালানো হচ্ছে। কারখানায় ছুটি ছিল, সেই কারণে কেউ উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের প্রশ্ন নেই। দমকলের তরফে জানানো হয়েছে, কারখানাটিতে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না। থাকলেও তা কাজ করেছিল কি না, খতিয়ে দেখা হবে। পুলিশ ও দমকল পৃথক তদন্ত করবে এই ঘটনায়।