শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ের হিরো মোটরস্ বাজারে নিয়ে এলো নতুন মডেলের Hero Xtreme বাইক

News Sundarban.com :
আগস্ট ২০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: চলছে লকডাউন আর করোনার দাপট। সাধারণ মানুষ জর্জরিত। তারপর গত ২০ মে সমগ্র সুন্দরবন এলাকায় দাপট দেখিয়ে গাছপাল,বাড়িঘর তছনছ করে সবুজ ধ্বংস করে দিয়েছে আম্ফান নামক সুপার সাইক্লোন।সাধারণ মানুষ করোনা সংক্রমণের ভয়ে একে অপর কে এড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে ব্যস্ত। তারপর বর্তমানে করোনার দাপটে রয়েছে যানবাহনের অকাল। যদিও বা যাতায়াতের জন্য রাস্তায় যানবাহন পাওয়া যায় তাতেও বিপত্তি!প্রথমত অত্যধিক ভাড়া গুণতে হবে,দ্বিতীয়ত করোন সংক্রমণের ভয় ।যখন এমনই সঙ্কটময় মুহূর্তে জর্জরিত সাধারণ মানুষ, ঠিক সেই মুহূর্তে সাধারণ মানুষ ও সুন্দরবনের সবুজ পরিবেশ রক্ষা করা উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করে বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের হিরো মোটরস্ বাজারে নিয়ে এলো নতুন মডেলের Hero Xtreme বাইক। যা সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে।

হিরো মোটরস্ শোরুমের মালিক সৌভিক ঘোষ বলেন “সুন্দরবনের সবুজ রক্ষার জন্য নতুন মডেলের গাড়ি কেনা কিংবা বুক করার জন্য আমারা ক্রেতা সাধারণের হতে চারা গাছ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি স্থানীয় স্কুল,কলেজ কিংবা ক্লাব সংগঠন কে প্রতি মাসে এক হাজার চারাগাছ বিতরণ করা হবে। এমন কর্মযঞ্জ আগামী ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।”
এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থসারথী বণিক,শুভাশিষ নস্কর সহ অন্যান্যরা।