শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন ডিভাইস লঞ্চ করল এসবিআই

News Sundarban.com :
আগস্ট ৯, ২০১৮
news-image

এবার পেমেন্ট ব্যবস্থা আরও সহজতর করতে নতুন ডিভাইস লঞ্চ করল এসবিআই ৷ গ্রাহকদের আরও উন্নততর সুবিধা দিতে সবসময়েই নতুন কিছু করতে চায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ যার নাম মাল্টি অপশন অ্যাকসেপ্ট্যান্স ডিভাইস বা MOPAD ৷ এই ডিভাইসে একাধিক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা ৷ এটি একটি পয়েন্ট অফ সেল (PoS)টার্মিনাল ৷ এর মাধ্যমে UPI, ভারত QR এবং SBI Buddy ওয়ালেটে আরও সহজে লেনদেন সম্ভব ৷ কারণ এগুলোতে লেনদেনের জন্য বিভিন্ন টুলের প্রয়োজন হয় ৷ কিন্তু MOPAD-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে বলেই দাবি এসবিআইয়ের ৷ এর ফলে ব্যবসায়ীদের টাকা লেনেদেনের কাজও আরও সহজ হবে ৷ ‘ ক্যাশ ব্যবহারের অভ্যাস বদলাও’….ডিজিটাল লেনদেনে জোর দিতেই এবার এই নতুন ডিভাইসের লঞ্চ করল স্টেট ব্যাঙ্ক ৷এসবিআইয়ের ৬.২৩ লক্ষ PoS টার্মিনাল আপাতত কাজ করছে ৷ ধীরে ধীরে সব পিওএস টার্মিনালেই এটা কাজ করা শুরু করবে ৷ এর মাধ্যমে আরও সহজে ডিজিটাল লেনদেন শুরু করা যেতে পারে ৷ এর জন্য মার্চেন্টের প্রয়োজন শুধুমাত্র একটা টার্মিনাল লাগানো ৷ এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, MOPAD-এর সাহায্যে একটা PoS মেশিনের মারফতই অনেক ধরণের লেনদেন করা সম্ভব ৷ নগদের বদলে ডিজিটাল পেমেন্ট হলে লাভ ব্যবসায়ীরই ৷ MOPAD-এর ব্যবহারে ক্যাশের চেয়ে ডিজিটাল লেনদেনের প্রতি আগ্রহ অনেকাংশে বাড়বে গ্রাহকদের ৷ এমনটাই দাবি এসবিআইয়ের ৷