সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি পুতিনের

News Sundarban.com :
জুলাই ২২, ২০২৩
news-image

ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, পোল্যান্ড বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পোল্যান্ড।

শুক্রবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন অভিযোগ করেছেন, পোল্যান্ড বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছে। এর প্রেক্ষিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী রাশিয়া পরবর্তী ব্যবস্থা নেবে। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে, প্রয়োজনে তার পুরোটা ব্যবহার করেও বেলারুশকে রক্ষা করা হবে।

পুতিন বলেন, এটি সবারই জানা যে পোল্যান্ড বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে। তবে এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে রাশিয়ার প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পোল্যান্ড।