শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝড়খালীতে নৌকায় কোয়রান্টিন তে, লকডাউন পালন করছেন বৃদ্ধ মৎস্যজীবী

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০২০
news-image

 

সুন্দরবনের ঝড়খালী এলাকায় নদীবক্ষে নৌকায় কোয়রান্টিন তে, লকডাউন পালন করছেন এক বৃদ্ধ মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালিতে বছর পঁয়ষট্টি বয়সের এক বৃদ্ধ নৌকায় কোয়রান্টিন এ রয়েছেন।রমেশ চন্দ্র মন্ডল নামে ওই ব্যক্তির বাড়ি উত্তর ২৪ পরগনার জেলার হাবরা এলাকায়।পেশায় মৎস্যজীবী রমেশ চন্দ্র মন্ডল গত প্রায় এক মাস আগে বেরিয়েছিল সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে।অগত্যা বাড়িতে ফেরার আগেই করোনা গ্রাস করে সমগ্র দেশ। শুরু হয় লকডাউন।অত্যন্ত সচেতন রসিক মন্ডল প্রশাসনের নিয়ম মেনেই ঝড়খালির বিবেকানন্দ পল্লী গ্রামের পাশেই বয়ে চলেছে বিদ্যাধরী নদী। আর সেই নদীর তীরে একাকী নৌকায় এভাবে পালন করছেন লকডাউন।ঝড়খালি থানার ওসি প্রশান্ত দাস বৃদ্ধ মৎস্যজীবী রমেশ চন্দ্র মন্ডলকে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছে। স্থানীয় যুবক প্রশান্ত সরকার বলেন “বৃদ্ধ রমেশ চন্দ্র মন্ডল ইচ্ছা করলেই অনেক আগেই তার নিজের বাড়ীতে পৌঁছে যেতে পারতেন।তিনি অত্যন্ত সচেতন এবং বিবেকবান মানুষ। আর সেই জন্যই প্রশাসনের নিয়ম অক্ষরে অক্ষরে পালন করছেন একাকী ভাবেই।বৃদ্ধের এমন সচেতনতার দৃষ্টান্ত সুন্দরবনের বুকে বিরল নজীর।অন্যদিকে বৃদ্ধ মৎস্যজীবীর এমন সচেতনতা এবং একাকী জীবনযাপন পালন করছে জানতে পেরে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দিয়ে সর্বক্ষণ পাশে থাকার আশ্বাস দিলেন বাসন্তীর শিবগঞ্জের চম্পা মহিলা সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট শিক্ষক সমাজসেবী অমল নায়েক।