শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ছাত্রের কাছে সংবর্ধনা পেয়ে আবেগ তাড়িত সুন্দরবনের দুই অমল

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং – 

শিক্ষক দিবসের প্রাক্কালে নিজের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের কাছে সংবর্ধনা পেয়ে আবেগ তাড়িত হয়ে পড়লেন সুন্দরবনের দুই দিগন্তের দুই দিকপাল শিক্ষক অমল পন্ডিত ও অমল নায়েক।দুই শিক্ষকের প্রিয় প্রাক্তন ছাত্র সুন্দরবনের সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সরদার শিক্ষক দিবসের প্রাক্কালে শুক্রবার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের মহেশপুর ও শিবগঞ্জে হাজীর হয়ে তাঁর প্রিয় দুই শিক্ষক কে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করেন।
কেন শিক্ষক দিবসের আগে এমন শুভেচ্ছা?
এ প্রসঙ্গে ফারুক জানিয়েছে জন্মদাতা পিতামাতা তো আছেই। কিন্তু শিক্ষা-দীক্ষা,কর্মজীবনের পথ প্রদর্শক হলেন শিক্ষক শিক্ষিকা। তাঁরা সমাজের মানুষ গড়ার মূল অস্ত্র বা কারিগর।আমার জীবনের দুই শিক্ষকই পথ প্রদর্শক।তাঁদের চালিত পথের পথিক আমি। আর সেই কারণে কোন নির্দিষ্ট দিনক্ষণ না মেনে আমার হৃদয়ের দুই প্রাণ পুরুষকে শুভেচ্ছা জানিয়েছি।”
অন্যদিক প্রাক্তন ছাত্রের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে দুই শিক্ষক অমল পন্ডিত ও অমল নায়েক জানিয়েছেন “প্রিয় ছাত্রের হাত থেকে শুভেচ্ছা পাওয়া একটা বড়ই তৃপ্তি। তবে ফারুক শুভেচ্ছা জানানোয় আরো দায়িত্ব বেড়ে গেলো।”