শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা সহ রাজ্যবাসি

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০১৮
news-image

শ্রেয়শ্রী ব্যানার্জী
আজ, বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে তিলোত্তমা কলকাতা সহ রাজ্যবাসি ৷ সকাল থেকেই রৌদ ঝলমল মাঘের আকাশ বসন্তের বার্তা বয়ে এনছে ৷ ফলে সাত সকালেই স্নান সেরে স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়ারা- হাজির যে যার শিক্ষা প্রতিষ্ঠানে৷ দেবীকে অঞ্জলি প্রদান, পাতপেড়ে খিচুড়ি খাওয়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে দিনভর প্রতিমা দর্শনের জন্য ব্যস্ত তাঁরা৷ আর সরস্বতী পুজো মানেই বাঙালি ভেলেন্টাইন্স ডে, এই বসন্তের আগমনে চারিদিকে প্রেমের উষ্ণ হাওয়া বইছে। স্বভাবতই নতুন শাড়ি বনাম পাঞ্জাবিতে ছয়লাপ তিলোত্তমা ৷ জোড়ায়ে জোড়ায়ে তাঁরা অঞ্জলি সেরেই শহরের লেকে কিংবা নির্জন পার্কের প্রান্তে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে প্রেম সাগরে নিজেদের মত্ত করে রেখেছে৷ আর যারা প্রেমে এখনো পড়এনি কি প্রেমে  বিশ্বাস করে না, তাদের ও ভিড় কম নয়।এই বিশেষ দিন নতুন প্রজন্মের সাজুগুজু হবে আর সেল্ফি হবে না সেটা তো হয় না।স্কুল-কলেজ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ক্লাব থেকে শুরু করে সংবাদ মাধ্যমের অফিস সর্বত্রই সরস্বতী পুজো জমজমাট। সব মিলিয়ে শহর থেকে গ্রাম গা ভাসিছে বাগদেবীর আরাধনায়