রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জগদ্ধাত্রী পুজোয় লাল–নীল–সবুজের আলোয় সেজে উঠেছে গোটা শহর

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০১৭
news-image

জগদ্ধাত্রী পুজোর উৎসবে এখন মাতোয়ারা চন্দননগর। বুধবার পঞ্চমীর সকাল থেকেই শহরে পা ফেলতে শুরু করেছেন বহিরাগত পর্যটকেরা। লাল–নীল–সবুজের আলোয় সেজে উঠেছে গোটা শহর। এক–একটি পুজো মণ্ডপের সাজসজ্জা যেন তাক লাগানো। জেলা এবং পশ্চিমবাংলার সীমানা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়েছে। এমনকি বিদেশের মাটিতেও পৌঁছেছে এই উৎসবের ঘ্রাণ। তাই তো ফ্রান্স, ইতালি ও জার্মানি–সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা প্রতি বছর ছুটে আসেন এখানে এই উৎসবের অনাবিল আনন্দে অংশ নিতে। এবারও তার ব্যতিক্রম নেই।
বউবাজার কলাবাগানের পুজো এবার ৫০ বছরে পড়ল। পুজো মণ্ডপের থিম ‘পঞ্চাশ বছর এগিয়ে’। অর্থাৎ ৫০ বছর পরে মানুষ কী অবস্থায় থাকবে,মানুষ কি যন্ত্রনির্ভর হবে? নাকি অসুর–নির্ভর হবে? ইত্যাদি চিন্তাভাবনা মাথায় নিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। থ্রি ডায়ম্যানশন মণ্ডপ। মণ্ডপের চতুর্দিক দিয়ে ঘুরে প্রতিমা দর্শন করা যাবে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই আলো ও মিউজিকের ব্যবহার করা হয়েছে।