বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আপনার কি এখনও ডিজিটাল রেশন কার্ড করা হয়নি? এর জন্য কী করতে হবে

News Sundarban.com :
অক্টোবর ১০, ২০১৯
news-image

আপনার কি এখনও ডিজিটাল রেশন কার্ড করা হয়নি? এর জন্য কী করতে হবে তা জানা নেই? আসুন জেনে নেওয়া যাক…

রেশন কার্ড হল ঠিকানার প্রামণপত্রের অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বছর খানেক আগেই পশ্চিমবঙ্গ সরকার পুরনো রেশন কার্ডের পরিবর্তে ডিজিটাল রেশন কার্ড চালু করেছে। কিন্তু এখনও অনেকেরই নতুন ডিজিটাল রেশন কার্ড করা হয়নি। ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে। তবে তার জন্য কতগুলি শর্ত রয়েছে:—

১) আবেদনকারীর কোনও রেশন কার্ড না থাকলে তবেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে।

২) রেশন কার্ডের সময়সীমা পেরিয়ে গেলে, নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে।

৩) রাজ্যে সদ্যবিবাহিত কোনও দম্পতি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে যা যা নথিপত্র প্রয়োজন:

১) নতুন রেশন কার্ডের আবেদন করতে প্রথমেই ‘অ্যাপলিকেশন ফর্ম’ প্রয়োজন। এই ‘অ্যাপলিকেশন ফর্ম’ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন: ‘অ্যাপলিকেশন ফর্ম

২) যিনি পরিবারের প্রধান, তাঁর পাসপোর্ট মাপের ছবি লাগবে।

৩) আবেদনকারীর পরিচয়ের প্রমাণপত্র লাগবে (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স)।

৪) আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র লাগবে (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স)। এর জন্য ইলেকট্রিসিটি বিল বা জল করের বিলও দেওয়া যেতে পারে।

৫) পরিবারের সকল সদস্যের যাবতীয় তথ্য, আয় সংক্রান্ত তথ্য দিতে হবে।

নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি:

১) এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইটে (https://www.wbpds.gov.in/) ক্লিক করুন।

২) হোমপেজের ‘ফিচার্স’ মেনুতে ‘ফর্মস’ অপশনে গিয়ে ‘ভিউ ফর্মস’-এ ক্লিক করুন।

৩) এ বার ‘অ্যাপলিকেশন ফর রেশন কার্ড’ লিঙ্কে ক্লিক করুন। এখান থেকে ‘অ্যাপলিকেশন ফর্ম’ ডাউনলোড করতে পারবেন।

৪) এই ফর্মে প্রয়োজনীয় প্রত্যেকটি তথ্য পূরণ করে সমস্ত জরুরি নথিপত্রের সঙ্গে নীকটবর্তী রেশন অফিসে ‘অ্যাপলিকেশন ফর্ম’ জমা দিয়ে ‘অ্যাপলিকেশন নম্বর’ জেনে নিন।