শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের সমাজসেবীর উদ্যোগে পুলিশ প্রসাশন কে সম্মান জ্ঞাপনের কর্মসূচি অব্যাহত

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: ক্যানিং মহকুমা এলাকায় পুলিশ দিবসের অনেক আগে থেকেই পুলিশকে সম্মান ও সংবর্ধনা জানিয়ে প্রাথমিক পর্যায়ে শুরু করেছিলেন সুন্দরবনের কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার।
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি গত ২৮ আগস্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর থেকে পুলিশ দিবস পালন হবে ঘোষণা করেছিলেন। রাজ্যের পুলিশ প্রশাসন করোনা মোকাবিলার সহ নানান রকম দুঃসাহসিক কাজকর্ম জীবন উপেক্ষা করে করছেন।বিগত দিনে কোন সরকার পুলিশ কে সম্মান জানায়নি।পুলিশের সেই কাজের সম্মান জানিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী করোনা যোদ্ধা হিসেবে পুলিশ কে সম্মান জানায়।পুলিশের এই ভূমিকা কে স্বীকৃতি দিতে ১ সেপ্টেম্বর থেকে পুলিশ দিবস পালন করা হবে বলে ঘোষণা করেছিলেন। বর্তমানে পুলিশের মধ্যে সমস্ত রকমের বৈষম্য দূর করার চেষ্টা করছেন রাজ্য সরকার। পুলিশকর্মী আধিকারিকদের জন্য পুলিশ ওয়েলফেয়ার বোর্ড গঠন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোরনা মোকাবিলা করতে গিয়ে রাজ্যে ১৮ জন পুলিশ কর্মীর প্রাণ গিয়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অসচেতন মানুষ ঘুরে বেড়াচ্ছে ।জমায়েত আন্দোলন নানান রকম অনুষ্ঠান মিটিং মিছিল করছে।সেই সব কিছু মোকাবিলা করতে গিয়ে পুলিশ কর্মীরা সংক্রমিত হয়ে পড়ছে করোনা ভাইরাস এ। পুলিশ ছোটখাটো ভুল করলে অনেক সময় অপমানজনক কথা বার্তা শুনতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে নানা ধর্ম-বর্ণ জাতির বাস অনেক জায়গায় ঘিঞ্জি বসতি তাও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ভালো কাজ করছেন। সারা দেশের বহু রাজ্যের তুলনায় কলকাতা এবং বেঙ্গল পুলিশ ভালোই কাজ করছে। পুলিশকর্মীদের সেই নিষ্ঠা কাজের প্রতি উদ্যোগকে সম্মান জানানো উচিত বলে মনে করেন সুন্দরবনের কবি তথা সমাজসেবী ফারুক আহমেদ সরদার।আর সেই কারণে পুলিশের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সম্মান জানাতে শুরু করেন সুন্দরবনের এই সমাজসেবী। তিনি গত ১৪ জুন বাসন্তী থানার ভারপ্রাপ্ত আধিকারীক বিশ্বজিত ঘোষ কে সংবর্ধণা ঞ্জাপনের মাধ্যমে পুলিশ কর্মীদের কে কুর্ণিশ জানাতে শুরু করেন। পরবর্তী সময়ে ৩০ জুলাই ক্যানিং মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারীক মুনমুন চৌধুরী সহ মহিলা থানার সমস্ত পুলিশ কর্মীদের কে সম্মান জানান। ৭ আগষ্ট ক্যানিং ষ্টেশনে কর্তব্যরত রেলপুলিশ(আরপিএফ) শান্তিময় ঘোষ সসহ অন্যান্য আরপিএফ কে সম্মান জানায়।১৪ আগষ্ট ক্যানিং ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরকার সহ সমস্ত ট্রাফিক পুলিশ কে সংবর্ধনা দেন। ২৬ আগষ্ট ৫৪ টি গোলাপ দিয়ে ৫৪ বছর বয়সের ফ্রন্টলাইনের করোনা যোদ্ধা ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দেবীদয়াল কুন্ডু কে কুর্ণিশ জানায়। সর্বশেষ ৩১ আগষ্ট ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি কে ৪৫ টি রক্ত গোলাপ দিয়ে সংবর্ধনা ঞ্জাপন করেন ফারুক আহমেদ সরদার।
পরবর্তী সময়ে সমগ্র রাজ্যের পুলিশ কে মুখ্যমন্ত্রী কুর্ণিশ জানানোয় খুশি এই সমাজসেবী। তবে শুধুমাত্র পুলিশ কর্মীদের কে সংবর্ধনা নয়,তিনি শিক্ষক,নার্স,সাংবাদিক এমনকি চিকিৎসকদের কে সমান ভাবে কুর্ণিশ জানিয়েছেন।
সুন্দরবনের ক্যানিং মহকুমা এলাকায় সারা বছর নানান রকম সেবামূলক কাজ করে থাকেন এই সমাজসেবী।ফারুক বাবুর এমন কল্পনার অতীত ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি। তিনি বলেন সমাজে এরকম সর্বস্তরে সর্বমহলে সমাজ সেবক দের লক্ষ্য নজর সহযোগিতা পরামর্শ প্রয়োজন তাহলে সমাজ সুস্থ পরিবেশের মধ্য দিয়ে প্রশাসনের সহযোগিতায় ভালোভাবে চলবে।