মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার থেকে আর রেলের আসন সংরক্ষণের তালিকা মিলবেনা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৭, ২০১৮
news-image

এবার থেকে আর রেলের আসন সংরক্ষণের তালিকা টাঙানো থাকবেনা স্টেশন চত্বরে। ইতিমধ্যেই তা নয়াদিল্লি, হজরত নিজামউদ্দিন, মুম্বই সেন্ট্রাল, চেন্নাই সেন্ট্রাল, হাওড়া ও শিয়ালদহ স্টেশনা লাগু হয়েছে। এবার বাকি সমস্ত রেল স্টেশনে মার্চ মাসের শুরু থেকেই দূরপাল্লার সমস্ত ট্রেনের সমস্ত সংরক্ষিত কামরায় যাত্রীদের জন্য যে সমস্ত ‘সংরক্ষণ তালিকা’ লাগানো হত, তা বন্ধ করার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। এই মর্মে তাঁদের নির্দেশ রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১লা মার্চ থেকে আপাতত ছ-মাসের জন্য ‘এ১’, ‘এ’ এবং ‘বি’ ক্যাটেগরি স্টেশনে এই সংরক্ষণ তালিকা লাগানো বন্ধ করা হবে। তবে, ট্রেনের কোচে সংরক্ষণ তালিকা না-থাকলেও, রিজার্ভেশনের ফিজিক্যাল ও ডিজিটাল ডিসপ্লে তালিকা আগের মতোই প্ল্যাটফর্মে থাকবে বলে রেলমন্ত্রক সূত্রে আশ্বস্ত করা হয়েছে।এতে রেলের ৬০ লক্ষ টাকা সাশ্রয় হবে।