সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতা বিশ্ববিদ্যালয় নজিরবিহীন ঘটনা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০১৮
news-image

কলকাতা বিশ্ববিদ্যালয় নজিরবিহীন ঘটনা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফেল হয়ে যাওয়া সমস্ত পড়ুয়াদের পাশ করাল কলকাতা বিশ্ববিদ্যালয়। পুরনো বিধিতে রেজাল্ট প্রকাশ করে পরীক্ষার্থীদের পাশ করানো হবে। সংবাদমাধ্যমের মুখোমুখি এমনটাই জানিয়েছেন উপাচার্য সোনালি চক্রবর্তী। এই বছরে বিএ-বিএসসি পার্ট ওয়ান পরীক্ষায় ফেলের নজির গড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রায় ৫৭ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হন। দেখা গিয়েছে, অনার্সে ভাল ভাবে পাশ করলেও অধিকাংশ পরীক্ষার্থী পাস সাবজেক্টে ফেল করে। নতুন বিধিতে বলা ছিল, অনার্সে পাশ করলেও, পাসের বিষয়গুলিতে অকৃতকার্য হলে সেই ছাত্র ফেল করেছে বলেই ধরা হবে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। দেখা যায় অধিকাংশ পড়ুয়ারাই ফেল করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিশ্ব-বিদ্যালয় চত্বর। বিষয়টি দেখার জন্যে শিক্ষামন্ত্রীকে জানান।
এরপরেই আজ কলকাতা বিশ্ববিদ্যালয় বৈঠকে বসে। মঙ্গলবার সিন্ডিকেটের বৈঠক হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখানেই নয়া বিধি ভুলে পুরানো বিধিতে রেজাল্ট প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে কার্যত ফেল হয়ে যাওয়া পড়ুয়ারাও পাশ করে যাবে।বৈঠকে পুরানো সিন্ধান্তকেই মান্যতা দেওয়া হয়।