মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘোড়ামারায় সিপিআই এম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

News Sundarban.com :
জুলাই ৪, ২০২৩
news-image

শিল্পা মাইতি, সাগর: রাজ্যের পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। হাতেগোনা কয়েকটি দিন বাকি রয়েছে ভোট। আর এই ভোটের মুখেই দলবদলের পালা। কেউবা শাসক ছেড়ে বিরোধীতে আবার কেউবা বিরোধী ছেড়ে শাসকে। এমনই চিত্র প্রায় সর্বত্র উঠে আসছে। পঞ্চায়েত ভোটের আগে ঘোড়ামারা তে বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন। দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের ঘোড়ামারায় বিজেপি ও সিপিএম ছেড়ে ১০০ জনেরও বেশি তৃণমূল কংগ্রেসের যোগদান করল।

সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এক নির্বাচনী জনসভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এ বিষয়ে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী উন্নয়নের সামিল হওয়ার জন্যই বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান। তবে এই যোগদান কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ও সিপিএম। তাদের দাবি এবারের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা এই পঞ্চায়েত গঠন করবে। তবে ঘোড়া মারার মত প্রত্যন্ত দ্বীপে এভাবে বিরোধী শিবিরের ভাঙ্গন কিছুটা হলেও শাসক দলকেও অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।