সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার মায়ের প্রাণ বাঁচান, কাতর প্রার্থনা অসহায় ছেলের

News Sundarban.com :
জানুয়ারি ২৬, ২০২২
news-image

সৌমিত্র পুরকাইত

মন্দিরবাজার: রোহিনী মিদ্দে, বয়স ৫২ বছর,বাড়ী দক্ষিন২৪ পরগনা জেলার মন্দিরবাজারের ঘাটেশ্বরে, দুটি কিডনি ড্যামেজ। সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করাতে প্রচুর টাকা খরচ। সংসারে রয়েছে ছেলে মইদুল ইসলাম মিদ্দে,করোনাকালের আগে থেকে কোনোরকমে স্বল্প রোজগারের উপরে সংসার চলত।

করোনায় লকডাউনের জেরে কাজ নেই,যদিও বা কোনোদিন কাজ জোটে মায়ের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যেতে হয়।

চিকিৎসা করাতে গেলে কাজে যাওয়া হবে না আবার টাকার জন্য কাজে গেলে মা বিনা চিকিৎসায় ছটফট করবে, বিধাতার কি পরিহাস, একদিকে অর্থের অভাব, অন্যদিকে মায়ের চিকিৎসা। এযেন অভাগী যেদিকে চায় সাগর শুকায়ে যায়। দুই বছর আগে থেকে মা অসু্স্থ ডায়ালিসিস শুরু হয়েছে ছয় মাস থেকে।

কোলকাতায় পি জি হাসপাতালে ডায়ালিসিস করাতে দেড় হাজার টাকা মতো খরচ হয়, সপ্তাহে তিনদিন নিয়ে যেতে হচ্ছিল। সেটা আর সম্ভব হচ্ছে না, হাতে ভাড়া এবং চিকিৎসার টাকা নেই তাই এই মুহুর্তে ডায়মন্ডহারবারে এবং লক্ষীকান্তপুরে বেসরকারী ভাবে চিকিৎসা করাতে হচ্ছে।

এভাবে চললে মাকে বাঁচানো সম্ভব হবে না, তাই সকল সহৃদয় মানুষদের কাছে এবং সরকারের কাছে আবেদন আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে আমার মায়ের প্রাণ বাঁচান কাতর প্রার্থনা অসহায় ছেলের।

সাহায্য করার জন্য যোগাযোগ নম্বর-9046937556-8145 387589