শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় মৃত্যু ১৩ জনের

News Sundarban.com :
ডিসেম্বর ৮, ২০২১
news-image

তামিলনাড়ুতে বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওই Mi-17V5 কপ্টারে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। ছিলেন জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকাও।

তামিলনাডুর সুলুর থেকে কপ্টারটি যাচ্ছিল কুন্নুরে। ওটির খুব কাছে সেটি একটি জঙ্গলঘেরা জায়গায় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে হাত লাগান এলাকার মানুষজন। তারাই জানিয়েছেন ভয়ঙ্কর সেই সেই দুর্ঘটনার বিস্তারিত।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণস্বামী নামে এক ব্যক্তি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিকট একটা শব্দ হল। মনে হল কোনও ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি গাছপালার উপরে ভেঙে পড়েছে কপ্টারটি।

দাউদাউ করে আগুন জ্বলছে। দেখলাম দু-একজন কপ্টার থেকে বেরিয়ে আসছে। সবাই একেবারে পুড়ে গিয়েছে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আশপাশের লোকজনকে ডেকে জোগাড় করলাম। তারপর ফায়ার ব্রিগেড ও এমার্জেন্সি সার্ভিসকে খবর দিলাম।

অন্য এক প্রত্য়ক্ষদর্শী জানান, কপ্টারটি বেশ নিচু দিয়ে উঠছিল। মনে হল কুয়াশার কারণে কপ্টারটি নিচু দিয়ে উড়ছে। প্রথমে একটি গাছে এসে ধাক্কা মারে। পরে সেটি অন্য কয়েকটি গাছে ধাক্কা মেরে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

গোটা এলাকা আগুনের গোলায় পরিণত হয়। অন্য একজনের কথায় আগুন লাগে আকাশেই। দুর্ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, বিশাল আগুনের গোলার মধ্যে থেকে মানুষজনকে উদ্ধার করার চেষ্টা করছে এলাকার মানুষজন।

আশপাশের গাছপালা ভেঙে গিয়েছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কপ্টারের ধ্বংসস্তূপ। কপ্টারের রোটার পুড়ে ছাই। একমাত্র টেল ছাড়া আর কিছুই চেনা যাচ্ছে না।

কারা ছিলেন ওই কপ্টারে

  • চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত
  •  মধুলিকা রাওয়াত
  •  ব্রিগেডিয়ার এল এস লিডার
  • লেফটেন্যান্ট কর্ণেল হরিজিন্দর সিং
  •  এন কে গুরেশয়র সিং
  •  এন কে জিতেন্দ্র কুমার
  •  বিবেক কুমার
  • বি সাই তেজা
  •  হাবিলদার সত্পাল

এছাড়াও ছিলেন কপ্টারের পাইলট ও ক্রু-রা।

-zee24