শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০১৭
news-image

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে ভিয়েতনামে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহে বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখনো ৩৯ জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা ব্যাপক তল্লাশি চালাচ্ছে।
এদিকে আরেকটি বড় ধরনের ঝড় ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া বন্যায় অনেক রাস্তা তলিয়ে গেছে। ৬৩ বছর বয়সী এক কৃষক জানান, বন্যায় তাদের পুরো গ্রামের সব জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে সব পুকুরের মাছ। এ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে সহযোগিতা করতে হাজার হাজার পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।