শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের পালকিতে নেতাজী

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের কুলতলিতে এক অভিনব অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী।যা সুন্দরবন,দেশ তথা বিশ্বের মধ্যে বিরলতম অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ইতিহাসের পাতায়।শনিবার দুপুরে বাসন্তী ব্লকের কুলতলি মিলন তীর্থ সোসাইটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেতাজীর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে অভিনব ভাবে পালকিতে করে চার বেহারা সহ এলাকার প্রচুর মানুষজন প্রায় এক কিলোমিটার পথ ভ্রমণ করেন নেতাজীর মূর্তি নিয়ে ।

পাশাপাশি গ্রামের মহিলারা উলু ও শঙ্খ ধ্বনি দিয়ে নেতাজীর ভ্রমণের পথ কে পুষ্প বৃষ্টিতে ভরিয়ে দেয়।এদিন নেতাজীর মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করেন প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর।অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক,প্রাক্তন শিক্ষক কান্তিলাল দেবনাথ,কুলতলি মিলনতীর্থ সোসাইটির কর্ণধার লোকমান মোল্লা সহ অন্যান্য বিশিষ্টরা।

পরিশেষে কুলতলি মিলনতীর্থ সোসাইটির অডিটোরিয়াম হলে নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনী ও চিন্তা ভাবনা এবং দেশ প্রেম নিয়ে অনুষ্ঠানে বিশিষ্টরা আলোচনা করেন।লোকমান মোল্লা জানিয়েছেন ‘ভারতের মুক্তি পথের অগ্রদূত নেতাজী সুভাষ চন্দ্র বসু কে নিয়ে প্রত্যন্ত সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তে এক বছর যাবৎ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে অনুষ্ঠানসুচি পালিত করা হবে।পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো প্রত্যন্ত এই সুন্দরবনের বুকে নেতাজী মিউজিয়াম গড়ে তোলার জন্য।’ সুন্দরবনের বুকে এমন অভিনব অনুষ্ঠানে সুন্দরবনের প্রচুর মানুষজনের সমাগম ছিল নজরকাড়া।