শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়ায় বিরল প্রজাতির একটি বহুরুপী ক্যামেলিয়া প্রাণী উদ্ধার

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

বাঁকুড়া জেলার ছাতনা থানার গ্যারমাডিহি গ্রাম থেকে বিরল প্রজাতির একটি বহুরুপী  ক্যামেলিয়া প্রাণী উদ্ধার করল ছাতনা বনদপ্তর । এই প্রাণী উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । সুশীল চিত্রকর নামে এক ব্যক্তির বাড়ি থেকে এই প্রাণীটিকে উদ্ধার করে বনদপ্তর।

বনদপ্তর সুত্র জানতে পারা যায় , ভারতীয় মানবাধিকার সংঘ বনদপ্তরকে প্রথম এই খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি বনদপ্তরের আধিকারিকরা ভারতীয় মানবাধিকার সংঘএর সদস্যদের সাথে নিয় সুশীল চিত্রকরের বাড়িতে পৌঁছে যান এবং সেখান থেকেই এই বিরল প্রজাতির প্রাণীটি তারা উদ্ধার করেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । তবে প্রশ্ন উঠছে কিভাবে ওই ব্যক্তির বাড়িতে এই বিরল প্রজাতির প্রাণীটি ওই ব্যক্তির বাড়িতে এলো।
ছাতনা বনদপ্তরের বিট অফিসার প্রদীপ কুমার সিকদার বলেন , আমরা খবর পেয়ে এই বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসি । এরপর এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
সুশীল চিত্রকরের দিদি বলেন , আমাদেরকে এক ব্যক্তি এই প্রাণীটিকে রাখতে দিয়ে গিয়েছিলেন আমরা জানি না এটি আসলে কি । -ফাইল চিত্র