রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাভাইরাসে দ্বিতীয় ধাপের সংক্রমণ চলছে দক্ষিণ কোরিয়ায়

News Sundarban.com :
জুন ২৩, ২০২০
news-image

দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, দেশটিতে এখন করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত ১৭ জনকে শনাক্ত করা হয়েছে বলে সোমবার তারা জানান।

করোনা মহামারির শুরুর দিকে ভাইরাসটি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সাফল্য প্রশংসা কুড়িয়েছিল। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, করোনায় আক্রান্ত লোকের সংখ্যা খুব বেশি না হলেও আগামী মাসগুলোতে বিভিন্ন গ্রুপে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। খবর বিবিসি বাংলার।

করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়াতে সরকার লকডাউন জারি করেনি। তবে তারা সামাজিক দূরত্ব বজায় রাখা, আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের বিচ্ছিন্ন করে রাখা ও টেস্টের ওপর জোর দিয়েছিল।