মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুঃস্থ স্কুল শিশুদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধন ব্যাঙ্কের

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২২, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং:

ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া দুঃস্থ স্কুল শিশুদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধন ব্যাঙ্কের র পাশাপাশি পিছিয়েপড়া দরিদ্র এলাকায় স্কুল খুলে শিক্ষার অন্ধকার ঘুঁচিয়ে আলোর দিশা দেখাচ্ছে বন্ধন। আর সেই সমস্ত এলাকার স্কুলের দুঃস্থ শিশুদের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছেন বন্ধন ব্যাঙ্ক। বন্ধন একাডেমীর মাধ্যমে সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রাম গুলিতে শিশুদের স্কুল মুখী করতেই এই উদ্যোগ নিয়েছে এই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কটি। এবার স্কুলে শিক্ষার পাশাপাশি এই সমস্ত দুঃস্থ শিশুদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও ব্যবস্থা করলেন উদ্যোক্তারা। শুক্রবার সকালে বাসন্তী ব্লকের বড়িয়া জুনিয়র হাইস্কুল মাঠে বাৎসরিক এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জোলন করে ক্রীড়া অনুষ্ঠানের সুচনা করেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ চন্দ্র মাহাতো। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ভগীরথ হালদার,বিজলী সরদার,নিমাই মালি,রঘুনাথ হালদার,বিপ্লব চ্যাটার্জী,রবিউল সেখ সহ অন্যান্যরা। এদিন সুন্দরবন এলাকার ২৩টি স্কুলের মোট ১৫৩ জনের বেশি শিশু এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দৌড়, যেমন খুশি সাজ থেকে শুরু করে বিস্কুট দৌড়,অঙ্ক দৌড়, লজেন্স দৌড়ের মত মজাদার খেলায় সারাদিন খুব আনন্দে কাটাল বন্ধন একাডেমী স্কুলের এই সমস্ত খুদে পড়ুয়ার। শীতের সকালে একটা দিন একটু অন্যরকম ভাবে কাটায় খুশি সকলেই।তাছাড়া ও এই ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের জন্য পুরষ্কার পেয়ে আনন্দিত রিভানা খান,সালমা সেখ,আব্দুল সালাম,আমিনুর গাজী,হাসানুর লস্কররা,রাকেশ দে, বুদ্ধদেব প্রামাণিক,স্বদেশ দাস,অখিলেশ সরদার,সজল বৈদ্যরা।