সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম পুলিশ কনষ্টেবল,এলাকায় চাঞ্চল্য

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০১৯
news-image

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগণা : গভীর রাতে পুলিশ কে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজন ছড়ালো এলাকায়।মঙ্গলবার গভীর রাতে পুলিশ তল্লাশি করতে গিয়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী।জখম কনেষ্টবলের নাম সোমরাই টুডু। তিনি বর্তমানে সে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ৭ নম্বর দিঘীরপাড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে ৭ নম্বর দিঘীর স্নানের ঘাটে স্নান করতে গিয়েছিলেন এলাকার স্থানীয় বাসিন্দা নিতাই মন্ডল ও তার ছেলে জিৎ মন্ডল। সেই সময় এলাকার দুষ্কৃতি বিপ্লব সেন ও তার দলবল স্নানের ঘাটে বসেছিল।অভিযোগ জোর করে নিতাই মন্ডলকে বিপ্লবের লোকজন ধাক্কা মারে। শুরু হয় বচসা। আচমকা বিপ্লব তার পকেট থেকে রিভলবার বের করলে সকলে ভয়ে পালিয়ে যায়।এরপর দুপুরে মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ল্যান্ড মাফিয়া তথা এলাকার বড় ধরনের দুষ্কৃতি বলে পরিচিত বিপ্লব সেনের নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতীরা নিতাই মন্ডলের এক আত্মীয় ভানু সাঁফুই এর বাড়িঘর ভাঙচুর করে অবৈধ ভাবে জবর দখল করে লক্ষ লক্ষ টাকা মুনাফার উদ্দেশ্যে।এদিকে ঘরবাড়ি ভাঙচুর বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়।পুলিশ অভিযোগ পেয়ে এদিন গভীর রাতে মাতলা ৭ নম্বর দিঘীরপাড় এলাকায় তল্লাশি শুরু করে ল্যান্ড মাফিয়া দুষ্কৃতি বিপ্লব সেনের খোঁজে।সেই সময় ২ টি মোটর বাইক করে যাচ্ছিল ল্যান্ড মাফিয়া বিপ্লব সেন এবং বেশ কয়েক জন দুষ্কৃতী।পুলিশ টিম দুষ্কৃতীদের ধরতে গেলে বিপ্লব সেনের কাছে থাকা গোপন রিভলবার থেকে গুলি ছুঁড়তেে থাকে পুলিশ কে লক্ষ্য করে।আচমকা সেই গুলি লাগে ক্যানিং থানার নলিয়াখালির পুলিশ ফাঁড়িতে কর্মরত কনষ্টেবল সোমরাই টুডুর।তাঁর বাম পায়ে গুলি লাগে ।মুহূর্তে অন্যান্য পুলিশ কর্মীরা জখম কনষ্টেবল কে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে স্থান্তরিত করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ।সেখানেই তার
চিকিৎসা চলছে।এদিকে অভিযুক্তদের খোঁজে এলাকায় পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।পুলিশ দুষ্কৃতিদের দুটি বাইক আটক করেছে পাশাপাশি একজন দুষ্কৃতি কে গ্রেফতার করেছে।অন্যান্য অভিযুক্তরা পলাতক।পুলিশ সুত্রে জানাগেছে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয় এক কনষ্টেবল।তিনি হাসপাতালে চিকিৎসাধীন।অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।মূল অভিযুক্ত বিপ্লব সেনের নামে খুন, ছিনতাই , ডাকাতি সহ একাধিক অসমাজিক কাজ কর্মে থানায় অভিযোগ দায়ের আছে।