রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে আমেরিকায় সুষমা স্বরাজ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

রাষ্ট্রসঙ্ঘের ৭২ তম সাধারণ সম্মেলনে যোগ দিতে সোমবার আমেরিকার নিউ ইয়র্ক এলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আগামী এক সপ্তাহে ধরে ২০ টি দ্বিপাক্ষিক এবং ত্রিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে জাপান ও আমেরিকার সঙ্গে ভারতের ত্রিপাক্ষিক বৈঠক। সূত্র থেকে জানা যাচ্ছে এই বৈঠকে জাপানের উপর উত্তর কোরিয়া সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হানার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
সম্মেলনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, উদ্বাস্তু সমস্যা, রাষ্ট্রসঙ্ঘের প্রশাসনিক সংস্কার, উষ্ণায়নসহ একধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনে উত্থাপন করতে পারেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাহার প্রসঙ্গ তুলতে পারেন সুষমা স্বরাজ।