সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কোচবিহারে নতুন মেডিক্যাল কলেজ

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০১৮
news-image

নতুন সরকারের আমলে রাজ্যে চিকিৎসা পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। কোচবিহারে মেডিক্যাল কলেজ তৈরির পর জেলার চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে। সবকিছু ঠিকঠাক ঠাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে কোচবিহারে নতুন মেডিক্যাল কলেজ। কোচবিহার জেলায় একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোনও মেডিক্যাল কলেজ নেই। ১৩০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছুটতে হত রোগী ও পরিজনেদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখন কোচবিহারেই তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ। এক বছরের মধ্যেই মেডিক্যাল কলেজের কাজ শেষ হবে।
বাংলার শেষ সীমানায় কোচবিহার। জেলার একটা বড় অংশ বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা। কিছু অংশে প্রতিবেশী রাজ্য অসম সীমানা। জেলায় একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও মেিডক্যাল কলেজ ছিল না। রোগভোগের বাড়াবাড়িতে ছুটতে হত একশ তিরিশ কিলোমিটার দূরের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। কোচবিহারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজের দাবি জানিয়েছিলেন। বছর দু’য়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসিন্দাদের দাবি মেনে এখানে মেডিক্যাল কলেজের অনুমোদন করেন। তারপরেই এমজেএন হাসপাতাল ঘিরে মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ যেতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। অনেক সময়ই মুমুর্ষূ রোগীদের রাস্তাতেই মৃত্যু ঘটত। এখন অবশ্য দুর্দিন ঘুচতে চলেছে। মেডিক্যাল কলেজ চালু হলে কোচবিহার-আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা যেমন উপকৃত হবেন, তেমনই নিম্ন অসমের বাসিন্দারাও চিকিৎসা পাবেন।
মেডিক্যাল কলেজের সুপার নিয়োগ হয়ে গিয়েছে। কৃষিখামারের জমিতে পড়ুয়াদের জন্য ক্লাসরুম তৈরি হচ্ছে। কৃষিখামারের জমিতে প্রশাসনিক ভবনও তৈরি হচ্ছে