সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মৎস্যজীবির জালে তেলেভোলা, লাখপতি রাতারাতি

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, গোসাবা: মৎস্যজীবিদের জালে বিশালাকৃতির তেলেভোলা মাছ ধরা পড়লো। ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশালাকৃতির তেলেভোলা মাছটি বিক্রি হয় ১১৩৫০ টাকা কেজি দরে মোট ২৩২৬৭৫ টাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ২ পঞ্চায়েতের মৎস্যজীবি প্রবীর রায়, সন্তু দোলুই সহ মোট পাঁচজন বৃহষ্পতিবার বিদ্যাধরী নদীতে জাল পেতেছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও হতাশ ভাবে ছিলেন, নদীতে তেমন মাছ-কাঁকড়া না ধরা পড়ায়। তবে এদিন জাল তুলতে গিয়ে চক্ষু ছানাবড়া হয়ে যায় মৎস্যজীবিদের। তাদের ধারণা জালে বিশালাকৃতির কুমির ধরা পড়তে পারে।

ধীর গতিতে জাল তুলতেই দেখতে পায় বিশালাকৃতির তেলেভোলা মাছ।মাছটি ডাঙায় তুলতেই সাধারণ মানুষ ভীড় জমায় দেখার জন্য।মৎস্যজীবিরা মাছটি ক্যানিংয়ের মাছের আড়তে নিয়ে আসে বিক্রির জন্য। ক্যানিংয়ের মাছের আড়তে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের তেলেভোলা মাছটি বিক্রি হয় ২৩২৬৭৫ টাকায়।