রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বাঘের সংখ্যা কত? জানতে শুরু হবে ক্যামেরা বসানোর কাজ

News Sundarban.com :
নভেম্বর ২৬, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনা জেলা বন বিভাগের অধীনস্থ সুন্দরবন জঙ্গলে বাঘ শুমারির কাজ শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে।তার আগেই জঙ্গলে কিভাবে ক্যামেরা বসানো হবে তার জন্য সজনেখালিতে বৃহষ্পতিবার প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণের জন্য ৫০ জন বনকর্মী অংশ গ্রহণ করেছিলেন।

আগামী ২৭ নভেম্বর থেকে বাঘ গণনার জন্য সুন্দরবন জঙ্গলে ক্যামেরা বসানোর কাজ শুরু হবে।৭৩২ টি পয়েন্টে ১৪৬৪ টি ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।ক্যামেরা গুলো ৩৫ দিন সেখানে থাকবে এবং বাঘ এর ছবি তুলবে। উল্লেখ্য প্রথম ধাপে দক্ষিণ ২৪ পরগনা বিভাগের কিছু এলাকা সহ সুন্দরবন টাইগার রিজার্ভ এবং দ্বিতীয় ধাপে দক্ষিণ ২৪ পরগনা বিভাগের অবশিষ্ট অঞ্চলে ক্যামেরা বসানো হবে।

বনদফতর সুত্রের খবর গত আদমশুমারিতে, সমগ্র সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা হয়েছিল ১০১ টি।