সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে ধরা পড়লো কুমির, স্বস্তি এলাকা বাসীর

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০২৩
news-image

শিল্পা মাইতি, কাকদ্বীপ: সাতসকালে কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ল কাকদ্বীপের ফটিকপুর শাসমল পাড়া এলাকায়। সাত সকালেই প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে কুমিরটিকে দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। কিন্তু কুমিরটিকে ধরে ফেলার আগেই রাস্তার ওপর থেকে কুমিরটি লাফ দেয় পাশে থাকা একটি পুকুরে। সকাল থেকেই চরম উৎকণ্ঠার মধ্যে স্থানীয় বাসিন্দারা খবর দেন বনদপ্তরে।নামখানা বনদপ্তরের কর্মীরা পৌঁছায় ঘটনাস্থলে। গ্রামবাসীদের তৎপরতায় পুকুর থেকে কুমিরটিকে ধরার জন্য বসানো হয়েছে সাতটি পাম্প।

মাসখানেক আগেও এই কুমিরটিকে ফটিকপুর এলাকায় দেখা গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। কিন্তু তখন ধরা সম্ভব হয়নি। আজ সকালে পুনরায় কুমিরটিকে দেখার পর বনদপ্তর এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রায় চার ঘন্টা পর জালে ধরা পড়লো কুমির। পাঁচ ফুটের এই কুমিরটিকে অবশেষে জাল বন্দি করা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কুমিরটিকে নিয়ে যাওয়া হবে ভাগবতপুর কুমির প্রকল্পে। সেখানে চিকিৎসা করার পরেই বেশ কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তারপরেই তাকে ছেড়ে দেওয়া হবে নদীতে।