শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লিতে দূষণের পরিমাণ কমেছে, বাতাসের গতি বৃদ্ধির কারণে গুণমান আগের তুলনায় ভাল

News Sundarban.com :
নভেম্বর ১৯, ২০২৩
news-image

দিল্লিতে দূষণের পরিমাণ কমেছে। বাতাসের গতি বৃদ্ধির কারণে গুণমান আগের তুলনায় একটু ভাল হয়েছে। ‘ভীষণ খারাপ’ থেকে ‘খুব খারাপ’ হয়েছে। ইতিমধ্যেই দূষণ নিয়ে সতর্কতা কমিয়ে দিয়েছে দিল্লি সরকার। জানানো হয়েছে, এ বার থেকে রাজধানীতে প্রবেশ করবে ডিজেলচালিত ট্রাক। সোমবার থেকে আবার চালু হচ্ছে সব সরকারি, বেসরকারি স্কুল। তবে এখনও বাইরে খেলাধুলো বা জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি সরকার।

রবিবার দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ছিল ৩৯৮। যা ‘খুব খারাপ’ হিসাবে গণ্য করা হয়। এদিন সকালেও মাত্রাতিরিক্ত ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। দূষণের কারণে কেন্দ্রের প্রস্তাবে দিল্লিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)-এর চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দূষণের পরিমাণ কমার পরেই সেই বিধিনিষেধ লঘু করেছে প্রশাসন। তবে জিআরএপির প্রথম থেকে তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ চালু থাকবে দিল্লিতে।