হামাসের হামলার জবাবে গাজা ভূখণ্ডে পাল্টা হামলা জারি রেখেছে ইজরায়েলি ফৌজ

মঙ্গলবার ২৪তম দিনে পা দিল ইজরায়েল-হামাস যুদ্ধ । যা এখনই থামছে না । সে কথাই স্পষ্ট জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। হামাসের হামলার জবাবে গাজা ভূখণ্ডে পাল্টা হামলা জারি রেখেছে ইজরায়েলি ফৌজও। আকাশপথেও চলছে হামলা। বোমাবর্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই যুদ্ধ মঙ্গলবার ২৪ তম দিনে পা দিল। এই যুদ্ধে এখন পর্যন্ত শুধু গাজাতেই মৃত্যু হয়েছে আট হাজারের বেশি মানুষের।
অন্যদিকে, ইজরায়েলে মৃত্যু হয়েছে প্রায় ১৪০০ মানুষের। এমন পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, যুদ্ধ যেমন চলছে, তেমনই চলবে। যুদ্ধ থামিয়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কারণ যুদ্ধবিরতি ঘোষণা করলে অনেকেই মনে করবে হামাসের কাছে ইজরায়েল আত্মসমর্পণ করেছে।