শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লীতে মোদী হঠাও স্লোগান তুললেন সুন্দরবনের বিধায়ক

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – ১০০ দিনের কাজের টাকা,আবাস যোজনা সহ বিভিন্ন বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার।বকেয়া সেই টাকা আদায়ের জন্য বাংলা থেকে শ্রমিক,বিধায়ক,সাংসদরা পৌঁছে গিয়েছেন দিল্লীর দরবারে।তাঁদের একটাই দাবী বাংলা কে বঞ্চনা করলে বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না।দলের নির্দেশে সুন্দরবনের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ১০০ দিনের শ্রমিক সহ শতাধিক লোকজন নিয়ে দিল্লীতে বিক্ষোভে সামিল হয়েছেন।সামিল হয়েছেন বাংলার অন্যান্য বিধায়ক সাংসদরা।মঙ্গলবার দিল্লীতে ধর্নায় উপস্থিত হয়ে মোদী হঠাও স্লোগান তুললেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তথা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।

দিল্লী থেকে তিনি জানিয়েছেন,বাংলার মানুষ কে বঞ্চনা করলে ছেড়ে কথা বলবে না।বাংলার মানুষ জানে কি ভাবে প্রাপ্য পাওনা আদায় করতে হয়।সুন্দরবনের ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল টাইগার যেমন শিকার করতে তৎপর,বাংলার মানুষ জানে হকের প্রাপ্য পাওনা টাকা কিভাবে আদায় করতে হয়।কেন্দ্রের মোদী সরকারে বিরুদ্ধে দিল্লীর বুকে বাংলার মানুষ যে আন্দোলন শুরু করছে তা সমুদ্রের টেউয়ের মতো চলবে। যতক্ষণ না প্রাপ্য পাওনা টাকা আদায় হচ্ছে।মনে রাখতে হবে বাংলার মানুষ যেমন দেশ স্বাধীন করার জন্য ইংরেজদের কে ভয় না পেয়ে লড়াই করে আত্মবলিদান দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। ঠিক তেমন ভাবেই বাংলার বঞ্চিত মানুষ এবং তৃণমূল কংগ্রেস মোদী সরকার কে গদিচ্যুত করে প্রাপ্য পাওনা আদায় করবেই।যার ফলে দিল্লীতে আমরা সবে মোদী হটাও স্লোগান তুলেছি।আগামী দিনে সমগ্র দেশবাসী আন্দোলনে সামিল হবেন।কারণ কেন্দ্রের মোদী সরকার দেশটাকে শেষ করে দিতে চাইছে।