রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপের কামড়ে আক্রান্ত পঞ্চম শ্রেণীর ছাত্র

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৭, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – সাপের কামড়ে আক্রান্ত হল পঞ্চম শ্রেণীর এক ছাত্র।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানা এলাকায়।সাপের কামড়ে আক্রান্ত পঞ্চম শ্রেণীর ছাত্র সুরজ সেখ বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা থানা সংলগ্ন গ্রামের বাসিন্দা সুরজ সেখ।এদিন রাতে বাড়িতে বিছানার উপর বসে পড়াশোনা করছিল। আচমকা তার বাম উরুতে সাপ কামড় দেয়। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন দৌড়ে আসে। বিছানা ওলট পালট করে সাপ খোঁজার চেষ্টা করে। কোন কিছু না পেয়ে ওই ছাত্রের বাম উরুতে কষে বাঁধন দিয়ে দেয়। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্র।

ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, সাপের কামড়ে এক পঞ্চম শ্রেণীর ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে। তবে ভয়ের কিছু নেই।