সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদের মাটিতে ঘুমোচ্ছে বিক্রম, ছবি তুলে জানাল চন্দ্রযান-২-এর ল্যান্ডার

News Sundarban.com :
সেপ্টেম্বর ৯, ২০২৩
news-image

রাত ঘনিয়ে এসেছে। চাঁদের মাটিতে ঘুমোচ্ছে বিক্রম। আর সেই ঘুমন্ত ল্যান্ডারের ছবি তুলে ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাল চন্দ্রযান ২-এর অরবিটার। আশা করা হচ্ছে, ফের একবার সূর্যের আলো বিক্রমের ওপর পড়লে তা কাজ করতে শুরু করবে। চাঁদের দক্ষিণ মেরুতে এখন রাত। পূর্বপরিকল্পনা মাফিক এখন চাঁদে ঘুমোচ্ছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। আর সেই ঘুমন্ত বিক্রমেরই ছবি তুলে ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাল চন্দ্রযান ২-এর অরবিটার। এর আগে ইসরো জানিয়েছিল, নিজের মিশনের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়ে সফল হয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। আর এখন তাই শান্তিতে ঘুমোচ্ছে বিক্রম।

এর আগে গত ৪ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিয়ো পোস্ট করে ইসরো জানায়, চাঁদের মাটি থেকে শূন্য ওড়ানো হয় বিক্রমকে। চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের সঙ্গে থাকা ইঞ্জিনকে চালু করা হয়। এরপর সেই ল্যান্ডারকে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতায় ওড়ানো হয়। লাফ দিয়ে আগের জায়গায় থেকে প্রায় ৩০ থেকে ৪০ সেন্টিমিটার দূরে সফল ভাবে অবতরণ করে বিক্রম। এই পরীক্ষা সফল হওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন