বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তল্লাশি অভিযান চালিয়ে আড়াই লক্ষ টাকার বাজি উদ্ধার করলো পুলিশ

News Sundarban.com :
নভেম্বর ৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং – করোনা আবহে বাঙালীর বৃহত্তম উৎসব দুর্গাপুজো স্বাড়ম্বরে শেষ হয়েছে। বর্তমানে করোনা তার তাপট তীব্র থেকে তীব্রতর করে বাড়িয়ে চলেছে। প্রতিদিনই সংক্রমণের হার বেড়েই চলছে। সেই মুহূর্তে বাঙালী আর এক উৎসব দরজায় কড়া নাড়া দিয়েছে। সেই উৎসবের জন্য চলছে সাজো সাজো রব।

আর নয় দিন পর অনুষ্ঠিত হবে কালী পুজো। এই কালী পুজো প্রচুর বাজি পটকা ফাটিয়ে আনন্দ উপভোগ করেন সাধারণ মানুষ। পুজোর আগেই সেই বাজি ফাটানোর বিরুদ্ধে মহামান্য আদালত রায় ঘোষণা করলো।

এবার কালী পুজো বাজি ফাটানো যাবে না। আদালতের রায় ঘোষণা হতেই নড়ে চড়ে বসে জেলার পুলিশ প্রশাসন।বৃহষ্পতিবার নিষিদ্ধ বাজির বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করলো বারুইপুর পুলিশ জেলার পুলিশ।জেলা জুড়ে তল্লাশি অভিযানে জয়নগর,সোনারপুর এবং বারুইপুর থানার বিভিন্ন এলাকা থেকে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।