রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লক গেট ও নদী বাঁধ সংস্কারের আশ্বাস দিলেন বিধায়ক 

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: বেশ কয়েক বছর ধরে খারাপ হয়ে আছে লকগেট। বাম সরকারে আমলে তৈরি হলেও তারপর থেকেই সেই লগ গেটের অবস্থা জরাজীর্ণ। বহুবার এই লগ গেট ভেঙে জল ঢোকার ঘটনা ঘটেছে গ্রামে। এবার এলাকার বিধায়ক শ্যামল মণ্ডল ওই এলাকা পরিদর্শন করে লগ গেট মেরামতির আশ্বাস দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের নফরগঞ্জ ও জ্যোতিষপুর এলাকায় অবস্থিত এই গেটটি।

স্থানীয় মানুষের চাষবাস নির্ভর করে আছে এই গেটের উপরে। কারণ মাতলা নদীর নোনা জল এই লকগেট আটকে রেখে গ্রামে ঢুকতে দেয় না। দীর্ঘদিন খারাপ অবস্থা থাকার কারণে সমস্যা করেছেন স্থানীয় মানুষজন। কারণ ইতিমধ্যেই বহুবার এই লকগেট ভেঙে জল ঢুকে গেছে গ্রামে।

এবার ওই এলাকা পরিদর্শন করে লকগেট মেরামতির আশ্বাস দিলে বিধায়ক শ্যামল মন্ডল। শুধু তাই নয় ওই এলাকায় বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যাওয়া প্রায় তিন কিলোমিটার নদী বাঁধো মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি।পরিদর্শনের পর তিনি বলেন, “স্থানীয় মানুষের অনেক দিনের দাবি এই লকগেট মেরামতি ও নদী বাঁধ নির্মাণ। কারণ এই লকগেট ভেঙে গেলে কয়েক হাজার মানুষ নদীর জলে প্লাবিত হয়ে যাবে। আর সেই কারণেই দ্রুত মেরামতি দরকার।”