সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদের মাটিতে ভেঙে পড়ল রুশ মহাকাশযান লুনা-২৫

News Sundarban.com :
আগস্ট ২০, ২০২৩
news-image

আর এক ধাপ পেরোলেই চাঁদ ধরে ফেলত নিশ্চিত। তবে চাঁদের এক্কেবারে কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হল না রাশিয়ার মহাকাশযান লুনা-২৫-এর। মর্মান্তিক ঘটনা ঘটিয়ে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ল রুশ মহাকাশযান লুনা-২৫ ।

বেশি তাড়াহুড়োতে গতি বাড়াতে গিয়েই বাড়ল বিপদ। চাঁদের শেষ কক্ষপথেই থমকে থেমে গেল রুশ চন্দ্রযান লুনা-২৫। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের পক্ষ থেকে জানানো হয়, শেষ মুহূর্তে লুনায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। অবশেষে রবিবারই চাঁদের মাটিতে আছড়ে পড়ল লুনা-২৫। আগামীকাল, সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে লুনার নামার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটল এই ঘটনা ।