রাজারহাট রোডে ফের বেপরোয়া গাড়ির ধাক্কা বেশ কয়েকটি গাড়ি ও পথচারীকে

বৃহস্পতিবার রাজারহাট রোডে ২১৭ বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। আহত ব্যক্তিকেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থে পৌঁছায় নারায়নপুর থানার পুলিশ। পলাতক গাড়ির চালক। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সাদা রঙের একটি গাড়ি রাজারহাট চৌমাথার দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। রাজারহাট রোডে ২১৭ বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। রাস্তার ধারে থাকা একটি দোকানের সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনার ছবি।
প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুত গতির ওই গাড়িটি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারার পাশাপাশি পথচারীদেরও ধাক্কা মারে। এবং দাঁড়িয়ে থাকা একটি বাইককেও ধাক্কা মেরেছে বলে জানান তাঁরা। তারপরে একটি বাসে পিছনে ধাক্কা মারে দাঁড়িয়ে যায়। এরপর গাড়ি ফেলে পালিয়ে যায় ড্রাইভার। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। আহত একজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থে পৌঁছায় নারায়নপুর থানার পুলিশ।