শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বাঘের আক্রমনে মৃত্যু মৎস্যজীবির

News Sundarban.com :
এপ্রিল ২৪, ২০১৮
news-image

সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবির।ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দরবনের বেনীফেলী জঙ্গলে।মৃত মৎস্যজীবির নাম কাশীনাথ সিং(৪৫)।মৃত মৎস্যজীবির বাড়ী কুলতলী থানার গোপালগঞ্জ এলাকা।
অন্যান্য সঙ্গী মৎস্যজীবিরা জানান ,গত শনিবার গোপালগঞ্জ গ্রাম থেকে তিনজনের একটি মৎস্যজীবির দল সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিল। গতকাল বিকালে তারা যখন বেনীফেলী জঙ্গলের কাছে কাঁকড়া ধরছিল তখনই হঠাৎই সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে কাশীনাথ এর  উপর , তারপর তাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য দুই মৎস্যজীবি লাঠি নিয়ে বাঘটির দিকে তেড়ে যায় এবং তাদের সঙ্গী কাশীনাথকে বাঘের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করে । এরপর বেগতিক বুঝে বাঘটি কাশীনাথ এর মৃতদেহ ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় । এরপর কাশীনাথ এর দুই সঙ্গী তার মৃতদেহ নিয়ে মঙ্গলবার সকালে গ্রামে ফেরে । এই ঘটনায় গ্রামে মৃতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে । কুলতলি থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

Attachments area
0.47 GB (3%) of 15 GB used
Last account activity: 2 days ago

Details