নিউইয়র্ক শহরে কুইন্স বরোর একটি স্টেশনের বাইরে ট্রেন লাইনচ্যুত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃহস্পতিবার ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৭জন আহত হয়েছেন। তবে, এখনও পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক শহরে কুইন্স বরোর একটি স্টেশনের বাইরে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, তারফলে ৭জন আহত হন। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অগ্নিনির্বাপণ বিভাগ জানিয়েছে, তারা ঘটনার খবর পেয়ে স্টেশনে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। তারা জানান, এখনও পর্যন্ত কেউ মারা যায়নি। ট্রেনটি লাইচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে, এই রুটের মানুষদের বাস ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল-কে বিষয়টি জানানো হয়েছে। জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হোচুল জানিয়েছেন, অফিস যাত্রীদের সুবিধা দেখা এবং রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।