শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের সমস্ত ব্লকে শুরু হতে চলেছে বিজেপির আজীবন সহযোগী নিধি কর্মসূচি

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০১৭
news-image

রাজ্য বিজেপির উদ্যোগে ৬ ডিসেম্বর, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন থেকে রাজ্যের সমস্ত ব্লকে শুরু হতে চলেছে আজীবন সহযোগী নিধি কর্মসূচি, যা শেষ হবে ২৫ ডিসেম্বর। অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে। এই কর্মসূচিতে ব্লকের প্রতিটি বাড়িতে দিয়ে অনুদান জোগাড় করবেন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে তৃণমূল স্তরের কার‌্যকর্তারাযা জমা পড়বে দলের রাজনৈতিক তহবিলে। তবে এই কর্মসূচিতে থাকছে একটি বিশেষ চমক। প্রধানমন্ত্রীর দেখানো পথে হেঁটে এবার দলের তহবিলে স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বিজেপি। এবার নগদে অনুদান নিষিদ্ধ করে দিল তারা। চেকও ই-ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই এবার থেকে অনুদান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবিরের রাজ্য নেতৃত্ব।
রাজ্য বিজেপি সূত্রে খবর, যে কোনও মূল্যের অনুদান নেওয়া হবে চেক বা ই-ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। সেক্ষেত্রে প্রতিটি অনুদানকারীকে নির্দিষ্ট রসিদ দেওয়া হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে। আয়কর দফতরের নিয়ম মেনে, ২ হাজার টাকার বেশি অনুদান দিলে অনুদানকারীর নাম উল্লেখ করা হবে নির্দিষ্ট ওয়েবসাইটে।