সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকৃতিকে সুরক্ষা রাখার অঙ্গিকার নিয়ে সচেতনতার বার্তা ডি পল স্কুলের ছাত্রছাত্রীদের

News Sundarban.com :
জুলাই ২৯, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –শুক্রবার আন্তর্জাতিক প্রকৃতি সুরক্ষা দিবস পালিত হল ক্যানিংয়ের ডি পল স্কুলে।এদিন দুপুরে বৃক্ষ রোপনের মধ্য অনুষ্ঠানের সূচনা করেন ডি-পল স্কুলের অধ্যক্ষ কর্ণেল লিমা।উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক বীরবল নস্কর, খোকন সরদার, দেবাশীষ চক্রবর্তী,অপর্ণা পাল,সুমি দাস সাহা, বিথীকা বোস,তপন মাইতি,পম্পা চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন সচেতনতার বার্তা দিতে স্কুলেরই শিক্ষক তপন মাইতি রচিত ‘প্রকৃতি- আমার মা’ নামক একটি নাটিকা ও মঞ্চস্থ করা হয়।

অধ্যক্ষ কর্ণেল লিমা জানিয়েছে,পৃথিবীতে সবুজের পরিবেশ গড়ে তুলতে হবে। কারণ আগামীর ভবিষ্যৎ শিশুরা। তাদের বাসযোগ এই পৃথিবীকে সবুজ গড়ে তুলতে হবে পাশাপাশি প্লাস্টিক কে সম্পূর্ণ ভাবে নির্মূল করতে হবে। তা না হলে পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাবে।আমাদের সকলে কে বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জনে অংশ গ্রহন করতে হবে। তাহলেই সবুজ নির্ভরযোগ পৃথিবী গড়ে উঠবে।“