বিজেপির ওয়াকআউট ঘিরে উত্তাল হয়েছিল বিধানসভা, রবীন্দ্র সংগীত শোনালেন বাবুল

বুধবার বিজেপির ওয়াকআউট ঘিরে উত্তাল হয়েছিল বিধানসভা। অথচ এদিনই অন্য এক ছবির সাক্ষী থাকল বিধানসভা। বিধায়ক বাবুল সুপ্রিয়র কাছে গান শুনতে চাইলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের আবদার রেখে রবীন্দ্র সংগীত শোনালেন বাবুল।
এদিন পর্যটন নিয়ে আলোচনা হয় বিধানসভায়। সেই আলোচনা শেষে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কাছে গান শুনতে চেয়েছিলেন স্পিকার। সকলের উদ্দেশে বলেছিলেন, এরপর বাবুল একটি রবীন্দ্র সংগীত শোনাবেন। আবদার রেখে রাজ্যের মন্ত্রী গেয়ে শোনান, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’। এরপর কারগিল দিবসে শহিদদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী।
শত তর্ক-বিতর্কের মাঝে মন্ত্রীর গানে বিধানসভার উত্তপ্ত পরিবেশটা কিছুটা হলেও এদিন হালকা হয়ে যায়। প্রসঙ্গত, এদিন বিধানসভায় রাজ্য মহিলা নির্যাতন নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিধানসভার বাইরে থেকে বিজেপি বিধায়করা সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।