শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাছ ধরতে গিয়ে দূ্র্ঘটনার কবলে পড়লো মৎস্যজীবি ট্রলার

News Sundarban.com :
জুলাই ২৬, ২০২৩
news-image

শিল্পা মাইতি, নামখানা:মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি মৎস্যজীবী ছোট নৌকা। পুলিশের তৎপরতায় নৌকা থেকে উদ্ধার সমস্ত মৎস্যজীবী। পাশাপাশি উদ্ধার হয়েছে মৎস্যজীবী নৌকাটিও। বকখালি ও জম্বু দ্বীপের মাঝামাঝি বাঘের চর থেকে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এফআইবি বোটের পুলিশকর্মীরা। নৌকাতে থাকা মৎস্যজীবীরা বলেন, ঘোড়ামারা থেকে মঙ্গলবার সকালে এফবি আকাশী নামের একটি নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মৎস্যজীবীরা।

বাঘের চরের কাছে এসে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি। বিপদ বুঝতে পেরে নৌকাতে থাকা মৎস্যজীবীরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এফআইবি বোট নিয়ে ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে।

অন্যদিকে আরও একটি ট্রলার মাছ ধরতে গিয়ে জম্বু দ্বীপের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। তাদেরকেও মঙ্গলবার বেলা নাগাদ পুলিশ গিয়ে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে।