বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সঙ্কটজনক অটল বিহারি বাজপেয়ী

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০১৮
news-image

সঙ্কটজনক অটল বিহারি বাজপেয়ীর শারীরিক অবস্থা। এইমস-এ ভর্তি প্রাক্তণ প্রধানমন্ত্রীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
গত ১১ জন তারিখে কিডনি, বুক ও মূত্রনালীর সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ৯৩ বছর বয়সী এই বিজেপি নেতার ডায়াবেটিসের সমস্যা আছে। একটি কিডনিও নষ্ট হয়ে গিয়েছে। ২০০৯-এ তিনি একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তিনি ডিমেনশিয়ার আক্রান্ত হন।
তাঁকে দেখতে বুধবার রাতে এইমস-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলেই এইমস-এ গিয়েছিলেন স্মৃতি ইরানি। হাসপাতাল সূত্রে খবর বার্দ্ধক্য জনিত কারণে অটল বিহারীর বাজপেয়ীর অঙ্গ-প্রতঙ্গ ঠিক করে সাড়া দিচ্ছে না। অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে এদিন অবশ্য কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি হাসপাতালের তরফ থেকে। এদিন প্রথমে বাজপেয়ীকে দেখতে হাসপাতালে আসেন স্মৃতি ইরানি। তার কিছু পরেই আসেন প্রধানমন্ত্রীও। তবে তাঁরা কেউই সাংবাদিকদের মুখোমুখি হননি। কিন্তু তাঁদের আগমনে বাজপেয়ীর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাঁর সমর্থকদের মনে। শোনা যাচ্ছে একটু বেশি রাতের দিকে হাসপাতালে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-ও