মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার তীব্র নিন্দা করলেন অধীর রঞ্জন চৌধুরী

মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উদ্বেগ প্রকাশ করে অধীর বলেছেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
উল্লেখ্য, প্রহৃত দুই মহিলা মালদার পাকুয়া হাটে লেবু বিক্রি করতে যান। সেখানে তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। এরপরেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে নিগৃহীতার মেয়ে বলেন, ”মা পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিল। একজন মিষ্টি বিক্রেতা বলে ওরা চুরি করেছে। তারপরেই সবাই মিলে মারতে শুরু করে।” ঘটনায় তাঁর মা ও তাঁর কাকিমাকেই পুলিশ গ্রেফতার করেছে বলে জানান নির্যাতিতার মেয়ে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অধীর বলেছেন, “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ও আরও খারাপ হয়েছে এবং মালদার ঘটনায় এটিই প্রতিফলিত হয়েছে। শুধু মালদা নয়, পঞ্চায়েত নির্বাচনের পরে বাংলার বিভিন্ন জায়গা নৃশংসতার সাক্ষী হয়েছে… মহিলাদের বিরুদ্ধে অপরাধ দুঃখজনক এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।