মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর

মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারী থেকে অতিভারী বৃষ্টির “কমলা” সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। এছাড়াও থানে, রায়গড়, সিন্ধুদুর্গ ও রত্নাগিরি জেলায় ভারী বৃষ্টির “কমলা” সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি-র পূর্বাভাস মত ইতিমধ্যেই বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা মুম্বইয়ে, সেখানে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। ভারী বৃষ্টিতে শনিবারও মুম্বইয়ের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। একটানা বৃষ্টির জেরে মুম্বইয়ের রাস্তায় জল জমে যায়। ফলে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। মুম্বইয়ের চেম্বুর এলাকা এদিনও ছিল একেবারে জলের তলায়। রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে যায়।