শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জুকারবার্গকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি

News Sundarban.com :
আগস্ট ১৯, ২০২০
news-image

জুকারবার্গকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কটি মার্কিন প্রকাশনা সংস্থার লেখাকে কেন্দ্র করে মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে মার্ক জুকারবার্গকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখা হয়।

সেখানে বলা হয়েছে, বিজেপি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকম প্রচার চালাচ্ছে। কয়েকদিন আগে অশালীন বক্তব্য রাখার কথা বলা হয়েছিল। এদিন চিঠিতে বলা হয়েছে, ফেসবুক ইচ্ছাকৃতভাবে বিষয়গুলোকে না দেখার ভান করছে। কংগ্রেস ফেসবুকের কর্মকর্তাদের সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে।

মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করে বলেছেন, আমরা গণতন্ত্রের সঙ্গে কারসাজি,ভুয়ো খবর ও অশালীন বক্তব্যের অনুমতি দিতে পারি না।

বিভিন্ন রকম ভুয়ো সংবাদ ও অশালীন বক্তব্যের সঙ্গে জড়িত হওয়া নিয়ে সমস্ত ভারতীয়ের প্রশ্ন করা উচিত। এদিন কংগ্রেসের পক্ষ থেকে চেয়ে চিঠি মার্ক জুকারবার্গকে পাঠানো হয়েছে, তাতে সই করেছেন দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল।