শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণনার প্রায় এক সপ্তাহ বাদে ব্যালট উদ্ধার পান্ডুয়ায়

News Sundarban.com :
জুলাই ১৭, ২০২৩
news-image

পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়ে গিয়েছে প্রায় ১০ দিন। গণনারও প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত। বিরাম নেই ব্যালট পেপার উদ্ধারে। এবার ব্যালট উদ্ধার হল হুগলির পান্ডুয়ায়।

সোমবার গণনাকেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচির একটি বেসরকারি কলেজে। সোমবার সকালে সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে সিপিআইএম এবং বিজেপি-র প্রতীকে ছাপ মারা রয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন এই দুদলের কর্মীরা।

সিপিআইএম নেতা প্রদীপ সাহা অভিযোগ করেন, ‘গোটা রাজ্যের মতো পান্ডুয়াতেও ব্যালট পালটে দেওয়া হয়েছে। সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যালট এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃণমূল। যারা কাগজ কুড়োতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গিয়েছে। ব্যালটগুলি কিভাবে বাইরে এল তার জবাব রিটার্নিং অফিসারকে দিতে হবে। আমরা সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি জানিয়েছি’।