শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যখন খুশি পড়ে যেতে পারে তৃণমূলের সরকার, মন্তব্য সুকান্ত মজুমদারের

News Sundarban.com :
জুলাই ১৬, ২০২৩
news-image

যখন খুশি পড়ে যেতে পারে তৃণমূলের সরকার। রবিবার সল্টলেকের সেক্টর ফাইভে বিজেপির দফতরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।

শনিবারই তাঁর দলের কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া গোষ্ঠীর নেতা শান্তনু ঠাকুর কিছুটা হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘আমি গ্যারান্টি দিচ্ছি পাঁচ মাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে।’ রবিবার বিজেপির দফতরের সামনেই সুকান্তকে শান্তনুর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সুকান্ত বলেন, ‘সরকার তো পাঁচ-ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। অসুবিধার তো কিছু নেই। সরকার কীভাবে চলে? বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করল, আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন করব। বিধায়কদের তো মনে হতেই পারে। না হওয়ার তো কিছু নেই।’

এই প্রসঙ্গে সুকান্ত আরও বলেন, ‘আবার ধরুন, এমন গণ আন্দোলন শুরু হল, যে বিধায়কেরা বলল আমরা আজ থেকে আর বিধায়ক পদে থাকব না। হাত জোড় করে সবাই বিধায়ক পদ ছেড়ে দিল। এরকমও গণআন্দোলন হতে পারে।’ পালটা সুকান্তকে প্রশ্ন করা হয়, তেমন সম্ভাবনা কি আছে? জবাবে সুকান্ত বলেন, ‘সবই সম্ভাবনা আছে। রাজনীতিতে কোনও সম্ভাবনাই অস্বীকার করা যায় না।’