শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ঝালমুড়ি’ কটাক্ষ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০২১
news-image

বাবুলের দলবদলের পর ‘ঝালমুড়ি’ কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফিরে যান অতীতে। তিনি জানান,’দিদি আমাকে ঝালমুড়ির খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

কলকাতায় নজরুল মঞ্চে স্বচ্ছ ভারত কর্মসূচির সূচনায় প্রধানমন্ত্রী এসেছিলেন। তাঁর নিরাপত্তার জন্য ওই চত্বরে কোনও গাড়ি রাখা হয়নি। তাঁর গাড়ি বেরিয়ে যাওয়ার পরে দিদির গাড়ি এসেছিল। আমি ও জয়ন্ত সিনহা দাঁড়িয়েছিলাম। দিদি বলেছিলেন, তুমি তো রাজভবনে নৈশভোজে যাচ্ছ? আমার গাড়িতে বসো।’

তাঁর সংযোজন,’আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে গাড়িতে বসি। নতুন মন্ত্রী হয়েছি বলে আসানসোল নিয়ে বেশ কিছু কথা ছিল। এছাড়া ইস্টওয়েস্ট মেট্রো এবং ইএসআই হাসপাতাল ছিল। চারটি ইস্যু ছিল আমার। গাড়ি ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে ঝালমুড়ি খেতে বলেছিলেন দিদি। ভিক্টোরিয়ার সামনে আপনি বললেও ঝালমুড়ি খাব। আর রাজ্যের সাংবিধানিক প্রধান আমাকে ঝালমুড়ি খেতে বলেছেন। কেন না বলব!’

কাজের জন্য সকলের সঙ্গেই বসে আলোচনায় তিনি রাজি বলেও মন্তব্য করেন বাবুল। তাঁর কথায়,’মানুষের জন্য বিজেপির মন্ত্রীদের সঙ্গে ঝালমুড়ি না হলে ধোকলা খাব।’-zee24