রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের মহাকাশ অভিযানে চন্দ্রযান-৩ নতুন অধ্যায় লিখেছে

News Sundarban.com :
জুলাই ১৪, ২০২৩
news-image

দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে, চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। ইসরোর এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে প্যারিসে ছিলেন, সেখান থেকেই টুইট করে তিনি লিখেছেন, চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ অভিযানে নতুন অধ্যায় লিখেছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে উঁচু করে তুলেছে। এই গুরুত্বপূর্ণ অর্জন আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাঁদের চেতনা এবং চতুরতাকে স্যালুট জানাই

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লেখেন, “চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের মাধ্যমে ঐতিহাসিক মহাকাশ যাত্রা শুরু করেছে ভারত। ইসরোর বিজ্ঞানীদের আমার আন্তরিক অভিনন্দন, যাদের অক্লান্ত সাধনা ভারতকে অসাধারণ মহাকাশ অভিযান রচনার পথে চালিত করেছে।” এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।